শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০

আফগানিস্তানে দফায় দফায় বিস্ফোরণ, নিহত ১২ 

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৬ মে ২০২২  

আফগানিস্তানে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ মে) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মাজার-ই-শরীফ শহরে কয়েকটি মিনিবাসে বিস্ফোরণে ১০ জন নিহত হন।  
এএফপিকে বালখ প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, “শহরের বিভিন্ন জেলায় তিনটি মিনিবাসে বোমাগুলো রাখা হয়েছিল।”
বালখ স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা বলেছেন, “গাড়িতে থাকা বিস্ফোরণে নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।”

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজধানী কাবুলের একটি মসজিদের ভেতরে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
কাবুলের হাসপাতালের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, মসজিদে বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে বিস্ফোরণের পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে সেখানে দেখা যায়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।  
তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে বোমা হামলার ঘটনা কমে গেলেও গত রমজান মাসে দেশটিতে কয়েকটি হামলার ঘটনা ঘটে।  

এই বিভাগের আরো খবর